গাইবান্ধায় উন্মুক্ত জলাশয় ও প্রাতিষ্ঠানিক পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। সদর উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে পোনা মাছ অবমুক্ত করা হয়। গতকাল সকালে সদর ইউএনও মাহমুদ আল হাসান উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত এর উদ্বোধন করেন। এ দিন উপজেলার ১৬টি প্রাতিষ্ঠানিক পুকুর ও ১০টি উন্মুক্ত জলাশয়ে ৪৪৩ কেজি রুই, কাতলা, কালবাউসসহ দেশি মাছের পোনা অবমুক্ত করা হয়।