ইসলামী ছাত্রশিবির সরকারি আজিজুল হক কলেজ শাখার উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল দুপুরে কলেজ অডিটরিয়ামে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় মেধা স্থান অধিকারী শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়। ছাত্রশিবিরের আজিজুল হক কলেজ শাখার সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ছাত্র ও যুব সংগঠন ইফসুর সেক্রেটারি জেনারেল অধ্যাপক ড. মোস্তফা ফয়সাল পারভেজ। বিশেষ অতিথি ছিলেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক শওকত আলম মীর।
উপাধ্যক্ষ অধ্যাপক আবদুল ওয়াহেদ সরকার, শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক টিপু সুলতান, কলেজ ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক আবির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ২৩ বিভাগের ৮১ জন শিক্ষার্থীকে ক্রেস্ট দেওয়া হয়।