গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৮ কেজি গাঁজাসহ সাজু মিয়া (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকাল সোয়া ৪টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাজু মিয়া কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওভাঙ্গা ইউনিয়নের গোরক মণ্ডপ (নামাটারি) এলাকার জামাল হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম। তিনি বলেন, গ্রেপ্তার কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। পুলিশ জানায়, ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে বগুড়াগামী মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে সিট কাভারের নিচে ও টাংকির ভিতরে বিশেষ কায়দায় রাখা ৮ কেজি গাঁজা জব্দ ও মোটরসাইকেল আরোহী সাজু মিয়াকে গ্রেপ্তার করা হয়।