সিরাজগঞ্জের সলঙ্গায় শিশু ধর্ষণের অভিযোগে আবদুস সামাদ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাটিকুমরুল ইউনিয়নের মাছুয়াকান্দি গ্রাম থেকে শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার বিকালে স্কুল থেকে ফেরার পথে ধর্ষণের শিকার হয় শিশুটি। সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির জানান, ধর্ষণের শিকার শিশুটি চতুর্থ শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে আবদুস সামাদ তাকে ধরে সেচ পাম্পের ঘরে নিয়ে ধর্ষণ করে।
বাড়ি ফিরে মেয়েটি স্বজনদের জানালে মা বাদী হয়ে শুক্রবার মামলা করেন। ওসি আরও জানান, সামাদকে শনিবার আদালতে পাঠানো হয়েছে। শারীরিক পরীক্ষার জন্য শিশুকে নেওয়া হয়েছে হাসপাতালে।