সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাবের অভিযানে ১৫৮ বোতলসহ জয়পুরহাটের তিন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুলে অবস্থিত র্যাব-১২ অফিস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তাররা হলেন- জয়পুরহাটের সাথী আক্তার (৩০), আজেদা বেগম (৪৪) ও শারমিন আক্তার (৩১)। র্যাব জানায়, মঙ্গলবার সন্ধ্যায় সলঙ্গার সাতটিকরি তালতলা বাজার এলাকার একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সলঙ্গা থানায় মামলার পর গতকাল তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে মঙ্গলবার রাতে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাওডাঙা এলাকায় র্যাবের-১৩-এর অভিযানে ১৭ কেজি গাঁজাসহ একরামুল হক (৪৫) নামে এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।