সুন্দরবনের কচিখালীর ডিমেরচরে নদীতে নিখোঁজের ৩০ ঘণ্টা পর পর্যটক হাফেজ মাহিত আবদুল্লাহর (১৬) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বিকালে ডিমেরচরের দক্ষিণে নদী থেকে তার লাশটি উদ্ধার করেন কোস্টগার্ড ও বন বিভাগের সদস্যরা। সুন্দরবন পূর্ব বিভাগের বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, ঢাকার মিরপুর ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ডা. শেখ সুলতান মাহামুদ আসাদ তার পরিবার নিয়ে সুন্দরবনে আসেন।