দিনাজপুর সদর উপজেলার খানপুর গ্রাম থেকে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল দুপুরে দিনাজপুর র্যাব-১৩ ক্যাম্পের জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেন। র্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর সাড়ে ৫টার দিকে খানপুর গ্রামের মাহবুবর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়।