বগুড়ার আদমদীঘিতে বিএনপি নেতার স্ত্রীর গোডাউনে খাদ্যবান্ধব কর্মসূচির চালের বস্তা বদল করে পাচারের সময় জনতার হাতে আটকের পর সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার উপজেলার ব্রিজ মোড়ের ওই গোডাউনে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা। এ সময় ১১৯ বস্তা চাল জব্দ করা হয়। জানা গেছে, হতদরিদ্রদের জন্য রাখা খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ বস্তা চাল গোডাউন থেকে ভ্যানযোগে পাচারের চেষ্টা করেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দুলাল হোসেনের স্ত্রী সাহিদা বেগম।