নারায়ণগঞ্জ শহরের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বিকালে ওই রোগীর চিকিৎসক মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে গণধোলাই দিয়েছেন স্বজনরা। মৃতের নাম মিল্লাত হোসেন। তার এক ভাতিজা বলেন, আমার চাচাকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে। নুুরুন্নবী চিকিৎসক না হলেও তিনি চাচার চিকিৎসা করেছেন। নুরুন্নবীর ভুল চিকিৎসার কারণেই চাচা মারা গেছেন। জরুরি বিভাগের দায়িত্ব পালনকারী চিকিৎসক সাবিনা ইয়াসমিন জানান, অনেক সময় রোগীর চাপ থাকলে জ্বর-ঠান্ডার জন্য মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা প্যারাসিটামল দিয়ে থাকেন। তবে মেডিকেল এসিস্ট্যান্টরা রোগীর চিকিৎসা দিলে তা ভুল।