সিরাজগঞ্জের সলঙ্গা থানার চকনিহালের কাশেম মারা বটতলায় ডোবায় কচুরিপানা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। কঙ্কালগুলো কচুরিপানার নিচে ছড়ানো ছিটানো ছিল। ধারণা, এগুলো গত ৯ অক্টোবর নিখোঁজ হওয়া সলঙ্গার অলিদহ দক্ষিণপাড়ার আবু সাঈদের ছেলে অটোরিকশা চালক আমিনুল ইসলামের হাড়গোড়। স্থানীয়রা জানান, ডোবার কচুরিপানার ভিতরে কঙ্কাল দেখে ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে তা উদ্ধার করে। কঙ্কালের সঙ্গে থাকা প্যান্ট ও শার্টের অংশ দেখে আমিনুল ইসলামের মা লাশ শনাক্ত করেন। ওসি হুমায়ন কবির জানান, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। কঙ্কালগুলো ফরেনসিক পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হবে।