চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ জনের পরিবারকে ৮০ লাখ টাকা দেওয়া হয়েছে। প্রত্যেক পরিবার ৫ লাখ টাকার চেক পেয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে। বিআরটিএর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চেক হস্তান্তর করেন।