দেশের বিভিন্ন স্থানে গতকাল সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
যশোর : মণিরামপুর উপজেলার বাকোশপুর বাজারে শ্যালো ইঞ্জিনচালিত পাওয়ারটিলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহত হয়েছেন। তারা হলেন- উপজেলার চাঁদপুর গ্রামের রণজিত কুমার (৪৯) ও তার স্ত্রী পাপিয়া দাস (৪০)।
স্বজনরা জানান, দুপুরে রণজিত ও পাপিয়া মোটরসাইকেলে করে ঝিকরগাছা থেকে মণিরামপুর যাচ্ছিলেন। বাকোশপুর বাজারে বিপরীতমুখী একটি শ্যালো ইঞ্জিনচালিত পাওয়ারটিলারের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
সিলেট : খিাদিমনগর এলাকায় গতকাল ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজনের প্রাণ গেছে। তারা হলেন- মুন্না (২০) ও তাজুল ইসলাম (৪০)।
চট্টগ্রাম : চন্দনাইশে গতকাল পিকআপের ধাক্কায় মো. সুলতান উদ্দিন (৭৪) নামে এক পথচারী নিহত হয়েছেন।
টাঙ্গাইল : কালিহাতীতে গতকাল ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে খালেদা আক্তার (৩৯) নামে এক নারী নিহত হয়েছেন।
ঝিনাইদহ : ডাকবাংলা বাজারে গতকাল পিকআপভ্যানের ধাক্কায় আবুবকর কল্লোল (৩০) নামে এক আলমসাধু চালক নিহত হয়েছেন।
গোপালগঞ্জ : কোটালীপাড়ায় ব্যাটারিচালিত ভ্যানের নিচে পড়ে সাইমা খানম (৫) নামে এক শিশু নিহত হয়েছে।