নোয়াখালীকে বিভাগ করার দাবি জানিয়েছেন লক্ষ্মীপুরের বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ।
আজ সোমবার দুপুরে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানানো হয়।
এ সময় লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলা নিয়ে 'নোয়াখালী বিভাগ' করার পক্ষে তাঁরা বিভিন্ন যুক্তি তুলে ধরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। একই সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ পুরুষ্কার প্রাপ্তিতে লক্ষ্মীপুরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার কাজল কান্তি, কমলনগর উপজেলা চেয়ারম্যান সৈয়দ শামছুল আলম, রায়পুর উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, রায়পুর পৌরসভার মেয়র এ বি এম জিলানী, লক্ষ্মীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি নুর নবী চৌধুরী, অধ্যাপক মাইন উদ্দিন পাঠান, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রতন লাল ভৌমিক, জেলা কমিউনিটি পুলিশের সদস্য সচিব জাকির হোসেন ভূঁইয়া আজাদ, লক্ষ্মীপুর গণ জাগরণ মঞ্চের মুখপাত্র রাসেল মাহমুদ মান্না, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংবাদিক মহি উদ্দিন মুরাদ, এম জে আলম, সাইদুল ইসলাম পাবেল, মো. কাউছার, আবুল কালাম আজাদ, কাজল কায়েস, ইসমাইল হোসেন জবু প্রমুখ।
লক্ষ্মীপুরের এসব সচেতন মানুষ জেলা প্রশাসককে জানান, নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা লক্ষ্মীপুরের মানুষের এখন প্রাণের দাবি। এ জেলার সকল শ্রেণি- পেশার মানুষ এ দাবি বাস্তবায়ন করতে আন্দোলন করবেন বলেও জানান। এ সময় জেলা প্রশাসকও দাবির বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করবেন বলে আশ্বস্ত করেন।