বরিশালের আগৈলঝাড়ায় পৃথক দুর্ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলার বাকাল এবং জবসেন গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, শনিবার সকালে বাকাল গ্রামের মানিক দাসের আড়াই বছর বয়সের শিশু ছেলে অংকন দাস পরিবারের সকলের অগোচরে বাড়ি সংলগ্ন পুকুরে পড়ে যায়। বেশ কিছুক্ষন খোঁজাখুঁজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু অংকনকে মৃত ঘোষণা করেন।
একই দিন দুপুরে উপজেলার জবসেন গ্রামের আলিম সরদারের ২ বছর বয়সের ছেলে মাহিন সরদার সবার অগোচরে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। বিভিন্ন স্থানে কোঁজাখুঁজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিসক তাকেও মৃত ঘোষণা করেন।
আগৈলঝাড়া থানার ওসি মনিরুল ইসলাম পানিতে ডুবে দুই শিশু মারা যাওয়ায়র সত্যতা স্বীকার করেছেন।
বিডি-প্রতিদিন/ ১৭ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন