চট্টগ্রামে অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোররাতে সন্দ্বীপ উপজেলার মুছাপুর বেড়িবাঁধ এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন: মহিউদ্দিন রানা, ফাহিম ওরফে সাদ্দাম এবং জাবেদ ওরফে রান। এসময় তাদের কাছ থেকে একটি দো-নলা বন্দুক, এক নলা বন্দুক ২টি, দেশী এলজি ১টি, ৭টি কার্তুজ, ১টি রাইফেলের গুলি, ৩টি দা, ১টি ছোড়া ও ৪টি কালো মুখোশ উদ্ধার করা হয়।
জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাছান বলেন, মুছাপুর বেড়িবাঁধ এলাকায় একটি সংঘবদ্ধ চক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৭ অক্টোবর, ২০১৫/ রশিদা