বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় অজ্ঞাতনামা (৫৫) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
শনিবার সকাল ৭টার সময় বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলার কাশিপুর নামকস্থানে রাস্তার পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি ফুয়াদ রোহানী জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এখন পর্যন্ত মৃত ব্যাক্তির পরিচয় পাওয়া যায়নি। তবে ধারনা করা হচ্ছে যাত্রীবাহী ছাদের উপর থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৭ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন