রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাজশাহী নর্থ-বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. আব্দুল খালেক বলেছেন, ইসলামী ষ্টেট (আইএস) ও জঙ্গি সংগঠনগুলো ধর্মের নামে নিরীহ মানুষ হত্যা করছে। কিন্তু ইসলাম এটা সমর্থন করে না। ইসলাম ধর্মে মানব হত্যা একটি জঘন্য অপরাধ।
তিনি বলেন, বাংলাদেশে কখনই জঙ্গিবাদ ছিলনা ভবিষ্যতেও কোন জঙ্গি সংগঠন যেন আশ্রয়-প্রশ্রয় না পায় সে বিষয়ে সরকারের পাশাপাশি সকলকে সতর্ক থাকতে হবে।
আজ শনিবার দুপুরে শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়ন পরিষদ হলরুমে বাসুরিয়া গ্রামের কবি আলহাজ্ব মুহাম্মাদ হেদায়েত আলী বাসুরীকে গুণীজন হিসেবে সংবর্ধনা ও ক্রেষ্ট-সনদপত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় কবি আলহাজ্ব মুহাম্মদ হেদায়েত আলী বাসুরীকে বঙ্গরত্ন খেতাব প্রদান করা হয়।
করতোয়া আন্তর্জাতিক সাহিত্য পরিষদ আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে এ্যাডভোকেট বদিউল আলমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাজশাহী শাখার উপ-উপাচার্য ড. মুহাম্মদ আব্দুল জলিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, ড, অনুপম হীরা মন্ডল, বাংলা বিভাগের প্রভাষক মাহমুদা আক্তার, শাহজাদপুর সাহিত্য মেলার সভাপতি গাজী সৈয়দ শুকুর মাহমুদ, কবি ও গীতিকার খ.ম. আসাদ, কবি ও সাহিত্যিক শামসুল ইসলাম পলাশ, হাসান রেজা মানিক, উপাধ্যক্ষ রফিকুল ইসলাম বাবলা, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, পারভেজ আক্তার, মোজাম্মেল হক, আব্দুর রউফ, প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন জেলার কবি-সাহিত্যিক, গবেষক, নাট্যকার, গীতিকার ও সাহিত্য সমালোচকদের মিলনমেলা ঘটেছিল।
বিডি-প্রতিদিন/ ১৭ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন