যশোরের বেনাপোল সীমান্ত পথে অবৈধ পারাপারের অভিযোগে ২৪ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে ১৬ জন পুরুষ ও আট জন নারী রয়েছেন।
শনিবার বিকেল ৫টায় পৃথক দু’টি অভিযানে ভারত সীমান্তবর্তী বেনাপোলের পুটখালী চরের মাঠে তাদের আটক করা হয়।
তাৎক্ষণিকভাবে আটকদের পরিচয় জানা যায়নি। তবে তারা যশোর, নড়াইল ও সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বাসিন্দা বলে বিজিবি জানায়।
২৩ ব্যাটালিয়ন পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার ফরিদ উদ্দিন জানান, পৃথক দু’টি অভিযানে সীমান্ত এলাকায় ২৪ বাংলাদেশিকে আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুজিত বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের আইনে মামলা দিয়ে রবিবার দুপুরে যশোর আদালতে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/ ১৭ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন