খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘যে কেউ যে কোনো দলের সমর্থন করতে পারে। সরকারি দলের হওয়ার দরকার নেই। শুধু সরকারের উন্নয়নের সমর্থন করলেই চলবে।’
শনিবার বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ মিলনায়তনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দু'দিনব্যাপী লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘পঁচাত্তর পরবর্তীকালে আমরা স্বপ্ন দেখা ভুলে গিয়েছিলাম। কিন্তু আজ আবার স্বপ্ন দেখতে শুরু করেছি। দেশের প্রতিটি ক্ষেত্র শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। আগে অনেকে তার সমালোচনা করেছেন। কিন্তু যখন দেশ এগিয়ে যাচ্ছে, তখন তারা মুখে কুলুপ এঁটেছেন।’
সরকারের উন্নয়নচিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আগামী ১ জানুয়ারি ৩৩ কোটি বই কোমলমতি শিশুদের হাতে তুলে দেয়া হবে। এটা কি বিশ্বাস করা যায়? এত উন্নয়ন পরিকল্পনা এর আগে কোনো সরকারই করতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘আজ পদ্মাসেতু নিজস্ব অর্থায়নে হচ্ছে। ছিটমহলবাসীরা ভূখণ্ড পেয়েছে। সমুদ্রসীমা নির্ধারিত হয়েছে। এটা শুধুমাত্র শেখ হাসিনার পক্ষেই সম্ভব। আগামীতে বিশ্বের উন্নয়নশীল দেশগুলো শেখ হাসিনাকে উন্নয়নের মডেল হিসেবে দেখবে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইনস্টিটিউশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশের সভাপতি একেএমএ হামিদ, সাধারণ সম্পাদক শামসুর রহমান, শিক্ষা সম্পাদক ইদ্রিস আলী প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৭ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন