সাভারে ফারুক হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে অপহরণের পর স্বজনদের কাছে অপহরণকারীরা ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
সাভার চামড়া শিল্পনগরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাসির উদ্দিন শেখ পরিবারের বরাত দিয়ে বলেন, শুক্রবার বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে বাসায় ফিরেননি ফারুক হোসেন। শনিবার সকালে ফারুক হোসেনের ব্যবহৃত মোবাইলফোন থেকে তার বাসার ফোন নম্বরে ফোন করে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
ফারুক হোসেন সাভারের যমুনা গার্মেন্টেসে কর্মরত ছিলেন। তিনি হেমায়েতপুরের জোরপুল এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।
বিডি-প্রতিদিন/ ১৭ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন