কিশোরগঞ্জ সদর উপজেলার নান্দলা অছম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের স্মৃতি আক্তার নামে দশম শ্রেণির এক ছাত্রীকে কুপিয়ে আহত করেছে এক বখাটে। এ ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী প্রায় দেড় ঘণ্টা কিশোরগঞ্জ-ভৈরব সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ গিয়ে আসামীকে গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা।
বিদ্যালয়টির শিক্ষার্থী ও এলাকাবাসী জানায়, সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের পণ কলিমা গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে দশম শ্রেণির ছাত্রী স্মৃতি আক্তারকে প্রায়ই উত্যক্ত করতো একই গ্রামের হুমায়ুনের বখাটে ছেলে তাওহীদ। আজ রবিবার সকালে স্কুলে ব্যবহারিক পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে স্মৃতি ও তার সহপাঠীরা বাড়ি থেকে বের হলে বাড়ির পাশেই রাস্তায় বখাটে তাওহীদ ও তার সহযোগী সাইফুল তাদের পথরোধ করে। পরিস্থিতি আঁঁচ করতে পেরে স্মৃতি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাওহীদ তার হাতে থাকা দা দিয়ে স্মৃতিকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন স্মৃতিকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিত্সকরা তাকে ময়মনসিংহে রেফার্ড করেন।
এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী সকাল সাড়ে ১০টা থেকে কিশোরগঞ্জ-ভৈরব সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে আসামী গ্রেফতারের আশ্বাস দিলে বেলা ১২টার দিকে তারা অবরোধ তুলে নেন। ঘটনার পর বখাটে তাওহীদ ও তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে যায়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন জানান, আসামী গ্রেফতারের জন্য জোর চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৫/শরীফ