নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ছেছড়াখালি সড়কে আজ রবিবার সকালে ৭টার দিকে বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় ইজিবাইকের নিচে চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে। সে মানসিরি গ্রামের মুসা মিয়ার ৪ বছরের শিশু ছেলে শাহী মিয়া। এসময় ইজিবাইক উল্টে আরো ৪ যাত্রী আহত হয়েছেন। আহতদেরকে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার ছেছড়াখালি বাজার থেকে একটি যাত্রীবাহী ইজিবাইক আজ সকালে মোহনগঞ্জের দিকে আসছিল। ইজিবাইকটি মাঘান সিয়াধার ইউনিয়নের সিয়াধার গ্রামের মুসা মিয়ার বাড়ির সামনে যখন আসে তখন শিশুটি রাস্তা পার হচ্ছিল। এসময় ইজিবাইকের নিচে পড়ে শাহী মিয়া ঘটনাস্থলে মারা যায় এবং ইজিবাইক উল্টে আরো ৪ যাত্রী আহত হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে শিশু শাহী মিয়াকে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার অমিত কুমার সাহা মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৫/শরীফ