কক্সবাজার শহরের জেলগেট এলাকায় ২ সন্ত্রাসী বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধে নুর’ল আলম ও বর্মাইয়া কালু নামের দু'জন মারা গেছে। নিহত দু'জনই পেশাদার ডাকাত ও অস্ত্র ব্যবসায়ী ছিলেন।আজ রবিবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ নিহত দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, রমজান বাহিনী ও নুর’ল আলম বাহিনীর মধ্যে বন্ধুকযুদ্ধের এ ঘটনাটি ঘটে। এতে নিহত দু'জনের লাশ ও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে অভিযান চলছে।
বিডি-প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৫/শরীফ