গোপালগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর নিমতলায় রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইজিবাইকচালক গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা গ্রামের কামরুল মোল্যা ও পাইককান্দি গ্রামের রাশিদা বেগম (৫৫)।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, ঘটনাস্থলে একটি ইজিবাইককে গোপালগঞ্জগামী মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে কামরুল মোল্যা ও হাসপাতালে নেওয়ার পর রাশিদা বেগম মারা যান।
বিডি-প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৫/ এস আহমেদ