ঝিনাইদহ সদর উপজেলার আমতলা-মকিমপুর নামক স্থানে রবিবার বিকালে স্যালো চালিত নছিমনের ধাক্কায় তোফাজ্জেল হোসেন(৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত তোফাজ্জেল হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের কেসমত গ্রামের গোলাম রব্বানীর ছেলে।
সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, বিকাল ৫টার দিকে বৃদ্ধ তোফাজ্জেল রাস্তা পার হওয়ার সময় দ্রতগামী একটি নছিমন তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তার পাশে পড়ে যান। এ সময় স্থানীয় লোকজন তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৫/ এস আহমেদ