বাগেরহাটের চিতলমারীর রায়গ্রাম নবপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির চার স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে।
শুক্রবার রাত ৮টার দিকে মুমূর্ষ অবস্থায় তাদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষপানে অসুস্থ সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
হাসপাতালে আশঙ্কাজনক অবস্থা ভর্তি চার স্কুলছাত্রীর মধ্যে রয়েছে, অষ্টম শ্রেণির স্কুল ছাত্রী মনিষা মৃধা (১৩), অর্পিতা মৃধা (১৩), সেতু মৃধা (১৪), টমি মৃধা (১৪)। শুক্রবার সন্ধা সাড়ে ৭টার দিকে রায়গ্রামের একটি পিকনিকের স্পটের বসে তারা একই সাথে কীটনাশক পান করে। পরে পিকনিকে হাজির থাকা লোকজন তাদের দ্রুত চিতলমারী উপজেলা হাসপাতালে নিয়ে আসে। তবে কি কারণে এক সাথে অষ্টম শ্রেণির চার স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে তা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে নবপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, একটি ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার প্রধান শিক্ষক শিবপদ মজুমদার ওই ছাত্রীদের তাদের অভিভাবকদের নিয়ে শনিবার স্কুলে হাজির হতে বলেন। সেই ভয়ে হয়তো তারা এক যোগে বিষ পান করে থাকতে পারে।
চিতলমারীর রায়গ্রাম নবপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবপদ মজুদার রাতে মুঠোফোনে জানান, স্কুলে ছেলেরা মেয়েদের খাবার খাওয়ানোকে কেন্দ্র করে বৈঠক ডাকা হয়েছিল। তাই ওই ছাত্রীদের অভিভাবকদের নিয়ে বৈঠকে হাজির হতে বলা হয়েছিল।
চিতলমারী উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার মো. মামুন হাসান জানান, অসুস্থ ওই চার ছাত্রীকে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের অবস্থা এখনো আশঙ্কাজনক।
বিডি-প্রতিদিন/ ০৪ মার্চ ১৬/ সালাহ উদ্দীন