সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে তৈরী পোশাক পণ্য সেইলরের উদ্যোগে এ অনুষ্ঠান হয়। এতে মিডিয়া পার্টনার ছিল অনলাইন নিউজ পোর্টাল নিউজ নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাব। ওমর ফারুক ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) মো. ফোরকান শিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ সরাফত উল্লাহ, পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, বিশষ্টি সমাজসেবক হাবিবুল্লাহ, দৈনিক জনকণ্ঠের নারায়ণগঞ্জ প্রতিনিধি মো. খলিলুর রহমান, সিদ্ধিরগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম বাবুল ও ওমর ফারুক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মো. ওমর ফারুক প্রমুখ। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন র্যাবের এএসপি আলমগীর হোসেন পিপিএম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দৈনিক যুগান্তরের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ও সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হোসেন চিশতী সিপলু, কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ প্রতিদিনের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি এম এ শাহীন, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, সিদ্ধিরগঞ্জ থানা জাসদ (ইনু)-এর সাধারণ সম্পাদক এসএম মাসুদ রানা, বিশষ্টি ব্যবসায়ী ও যুবলীগ নেতা হুমায়ুন কবির ফারুক। সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইমাম হাসান সৌরভের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকদেও নেচে গেয়ে বিনোদিত করেন তারকা কণ্ঠশিল্পী আরিফ, চ্যানেল নাইন পাওয়ার ভয়েজ শিল্পী মৌসুমী, বাংলাদেশ আইডল শিল্পী বৃষ্টি, ডিজুজ রক স্টার নীলয়, শিশু শিল্পী নওরীন প্রমুখ। মাদককে না বলে সামনে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করা হয় অনুষ্ঠানে। মাদক ধ্বংস করছে যুবসমাজকে। সেই ধ্বংসের হাত থেকে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। একইসাথে যুবসমাজকে সঙ্গে নিয়ে মাদকমুক্ত সমাজ গড়তে সকলে ঐক্যবদ্ধভাবে আগামীতে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করা হয় এ অনুষ্ঠানে।
বিডি-প্রতিদিন/৫ মার্চ ২০১৬/শরীফ