গাজীপুরের মৌচাকে উপজেলা যুবলীগের আয়োজনে পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়ার সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, জেলা যুবলীগ সভাপতি আলতাফ হোসেন, যুবলীগের সহ-সম্পাদক সেলিম আজাদ প্রমুখ।
যুবলীগ চেয়ারম্যানের উত্তরবঙ্গ সফর উপলক্ষে আয়োজিত এই পথসভায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এসময় নেতা-কর্মীরা ফুল দিয়ে যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে বরণ করে নেন।
বিডি-প্রতিদিন/৫ মার্চ ২০১৬/শরীফ