মুন্সীগঞ্জের সদর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। অগ্নিকাণ্ডে নগদ টাকা, মালামাল আসবাবপত্রসহ ১০টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের সবকিছুই পুড়ে যায়। এতে ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্তদের। গতকাল দিবাগত মধ্যরাতের দিকে সদর উপজেলার ধলাগাঁও বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পরে। গভীর রাত হওয়ায় বাজারটি প্রায় জনশূন্য ছিল। লোকজন খবর পেয়ে ছুটে আসার আগেই অনেক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডি-প্রতিদিন/৫ মার্চ ২০১৬/শরীফ