মাদারীপুরের কালকিনি পৌরসভার ১৪টি সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। আজ শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে সড়কগুলোর উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। এ উপলক্ষে পৌরসভা চত্বরে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌর মেয়র এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মিয়াজউদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী নাসরিন ও পৌর আওয়ামী লীগের সভাপতি জি.এম দেলোয়ার হোসেন দুলাল।
বিডি-প্রতিদিন/৫ মার্চ ২০১৬/শরীফ