চট্টগ্রামে ২ হাজার বোতল ফেন্সিডিলসহ একটি ট্রাক আটক করেছে র্যাব। এসময় ট্রাক চালক রবিউল হোসেনকে গ্রেফতার করা হয়।
শনিবার ভোর রাতে মিরসরাই থানাধীন নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-৭ সহকারি পরিচালক মো. আমিরুল্লাহ বলেন, কুমিল্লা থেকে ট্রাকে করে ফেন্সিডিলের চালান আসছে এ তথ্যের ভিত্তিতে নিজামপুর বিশ্ববিদ্যায় এলাকায় অবস্থান নেয় র্যাবের একটি দল। ট্রাকটি ওই এলাকায় আসলে তাতে তল্লাশী চালিয়ে ২ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/ ০৫ মার্চ ১৬/ সালাহ উদ্দীন