দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, সমাজ ও রাষ্ট্র থেকে একেবারে দুর্নীতি নির্মূল করা না গেলেও জনসচেতনতার মাধ্যমে কমানো সম্ভব। তবে কোন ভাবে দুর্নীতিবাজদের ছাড় দেওয়া হবে না। অপরাধ করলে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, কোন স্তরে দুর্নীতি নেই। সব স্তরে দুর্নীতি আছে। তাই ছোট খাট অপরাধের চেয়ে বড় অপরাধের পেছনে ছোটা ভাল। কমিশনের হাতে এখন পর্যন্ত তিন হাজার এফআইআরভুক্ত মামলা এবং কমবেশী আড়াই হাজার অনুসন্ধানী মামলা রয়েছে। তবে পয়সা খেয়ে হয়রানি করতে দিবো না। অনুরোধের ঢেকি গিলে পিছিয়ে আসবে না কমিশন। দুদক জনগনের প্রতিষ্ঠান। আস্থা ফিরে আসবে দুদকের কাজের মাধ্যমে।
দুদক চেয়ারম্যান আজ শনিবার দুপুরে সাতক্ষীরা সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আরও বলেন, দুর্নীতি দমন কমিশনে সাংবাদিক প্রবেশে কোন নিষেধাজ্ঞা নেই। ২০১২ সালের একটি সিদ্ধান্ত অনুযায়ী দুদকে প্রবেশে শৃংখলা রক্ষায় কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুদক প্রতিষ্ঠানটিতে বর্তমানে মরিচা ধরেছে বলে উল্লেখ করে তিনি বলেন, অপরাধী যতবড় শক্তিশালি হোক না কেন? এখন থেকে দুদকের মামলায় কোন আসামী জামিন ছাড়া বাইরে ঘুরতে পারবে না।
মতবিনিময় অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ছাড়া আরও উপস্থিত ছিলেন দুদক মহাপরিচালক ড. শামসুল আরেফিন, জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক এহতেশামুল হক প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৬ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন