বাগেরহাটের মোরেলগঞ্জে কাল সোমবার থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী মতুয়া মেলা ও বারুণি স্নানোৎসব। শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২০৫তম জন্ম স্মরণোৎসব উপলক্ষ্যে ৯৪তম স্নানোৎসব এটি। ওড়াকান্দি মেলার ১৫ দিন পরে প্রতি বছর এখানে জমে ওঠে মতুয়া মেলা। প্রতি বছরের ন্যায় এবারও এ অনুষ্ঠানে নারী শিশুসহ লাখ লাখ ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটবে।
জানা গেছে, বাংলা ১২১৮সালের ফাল্গুন মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথির ব্রক্ষ্মা মুহুর্তে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার শাফলীডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন হরিচাঁদ ঠাকুর। ১২৮৪ সালে ৬৬ বছর বয়সে জন্মের একই দিনে পরলোকগমন করেন তিনি। এই মহাপুরুষের অলৌকিকত্বের কারণে শাফলীডাঙ্গার পার্শ্ববর্তী গ্রাম ওড়াকান্দি হয়ে ওঠে বিখ্যাত।
এখন থেকে ৯৪ বছর পূর্বে ওড়াকান্দি মেলার ১৫ দিন পরে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর এসেছিলেন তার ভক্ত মোরেলগঞ্জের গোপাল চাঁদ সাধু ঠাকুরের বাড়িতে। তখন লক্ষীখালী গ্রামের গোপাল চাঁদ সাধু তার বাড়িটি লিখে দেন হরিচাঁদ ঠাকুরের নামে। সেই থেকে এখানে প্রতিবছর বসে মতুয়া মেলা ও অনুষ্ঠিত হয় বারুণি স্নান।
দেশের সকল জেলা ও পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গ থেকে মতুয়া ভক্তরা দল নিয়ে আসেন লক্ষীখালীতে। ভক্তদের জন্য এখানে নিজস্ব ও সরকারি সহায়তায় গড়ে তোলা হয়েছে আশ্রম। স্নানের জন্য রয়েছে একটি বড় পুকুর।
মেলায় মতুয়াদের হরি সংকীর্তন হয়। ঢোল, খোল-কর্তাল, একতারা, প্রেমজুড়ি, হারমোনিয়াম বাজিয়ে মতুয়া গায়েকেরা গান করেন। সঙ্গে চলে মন্দির প্রদক্ষিণ ও মাতন। মেলার এক পাশে পুলিশ বক্স, সভামঞ্চ, সেবাইতের আসন, ভিআইপি অতিথিদের জন্য বিশেষ ব্যবস্থা ও সাধু ভক্তদের জন্য রয়েছে খোলা বিশ্রামাগার।
স্নানোৎসবকে ঘিরে ৩ দিনের এই মেলায় যেমন থাকে ধর্মীয় আবহ, তেমনি লোকজ ঐতিহ্যও। মেলায় মতুয়া ধর্ম সংক্রান্ত বই, লোকজ ঐতিহ্য বেত, বাশ, ব্রোঞ্জ, মৃত্, মুদি, মনোহরী, মিষ্টি, শাখা-সিদুর, কুটির শিল্পজাতসহ নানা মনোহরী দ্রব্য সামগ্রীর কেনাবেচা হয়। এলাকার সকল ধর্ম-বর্ণের মানুষের সমাগম ঘটে এ মেলায়। ধর্মীয় সম্প্রীতি ধরে রাখতে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের একটি দলও যথাযথ ভাবগাম্ভীর্যসহ মতুয়াদের সঙ্গে অংশ নেয় বারুণি স্নানে।
মেলা কমিটির সভাপতি ও গদিনশীন সেবাইত সাগর সাধু ঠাকুর জানান, দূর-দূরান্তের ভক্তরা দল নিয়ে রওয়ানা হয়েছেন। প্রতি বছরের ন্যায় এ বছরও কয়েক লাখ ভক্ত, দর্শনার্থীর সমাগম ঘটবে এখানে। তাদের নিরাপত্তা ও থাকা-খাওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বিডি-প্রতিদিন/১৭ এপ্রিল ২০১৬/শরীফ