বরিশালের মুলাদী উপজেলার সদরে গাছ থেকে পড়ে মো. জামাল রাঢি নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ সকাল ১১টায় এ ঘটনা ঘটে। নিহত জামাল ওই এলাকার জয়নাল রাঢির ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. ছোলেমান জানান, সকালে নিজ বাড়ির গাছের ডাল কাটতে ওঠে জামাল।
এ সময় গাছের অন্তত ২০ ফিট উচ্চতা থেকে পড়ে গিয়ে আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্বজনরা। স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/ ২৪ মে ২০১৬/ হিমেল-২০