জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুরে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত কালাম খাঁ (৪৫) উপজেলার শ্রীকোল গ্রামের শমসের আলীর ছেলে। মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কালাম খাঁর সঙ্গে তার ভাতিজার বিরোধ চলছিল। মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে আবুল কালাম শ্রীকোল বাজারে একটি চায়ের দোকানে চা খেতে যান। এ সময় একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায় এবং তাকে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে রেখে যায়। খবর পেয়ে আতাইকুলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আব্দুর রাজ্জাক আরো জানান, শ্রীকোল বাজারে নির্বাচনের বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষ হয় এবং আধা কিলোমিটার দূরে অপর একটি ঘটনায় কালাম খাঁ নিহত হয়েছেন। তারপরও আমরা বিষয়টি তদন্ত করে দেখছি দুটি ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা।
বিডি প্রতিদিন/ ২৫ মে ২০১৬/ হিমেল-০১