কঠোর নিরাপত্তা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। মধ্য বাঞ্ছানগর এন আহমদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবু তাহের তার ভোটাধিকার প্রয়োগ করেন।
এছাড়া এই ভোট কেন্দ্রসহ বিভিন্ন ভোট কেন্দ্রে সকাল থেকে নারী-পুরুষ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেছে। কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে বেশ কয়েকটি ভোট কেন্দ্র থেকে বিএনপির মেয়র প্রার্থীর এজেন্ট বের করে দেয়া হয়েছে বলে বিএনপি’র প্রার্থী মুঠোফোনে গনমাধ্যম কর্মীদের জানান। এন আহমদীয়া, সরকারি বালিকা বিদ্যালয়, আলীয়া মাদ্রাসা, টাউন প্রাইমারী ভোট কেন্দ্রে বিএনপি’র এজেন্টদের পাওয়া যায়নি।
নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি’র দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, কাউন্সিলর পদে ৫৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ নির্বাচনে ১৫ টি ওয়ার্ডের ২৮ টি কেন্দ্রে এবার ভোটার সংখ্যা ৬২ হাজার ৮৮৭ জন। এর মধ্যে পুরুষ ৩১ হাজার ৯৮৭ জন এবং মহিলা ভোটার রয়েছে ৩১ হাজার ৯০৯ জন।
এদিকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে ভোট কেন্দ্রসমূহে ব্যাপক সংখ্যক আইন শৃক্সখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসাবে র্যাব ও বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন।
বিডি-প্রতিদিন/ ২৫ মে, ২০১৬/ আফরোজ