চুয়াডাঙ্গার পৌর এলাকার শান্তিপাড়া থেকে ৪টি চাপাতি ও ২টি ককটেলসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন: চুয়াডাঙ্গা শন্তিপাড়ার আক্তারুজ্জামানের ছেলে আকিব জাভেদ (১৮), মুক্তার শেখের ছেলে মিলন শেখ (২৩), আব্দুল আলীমের ছেলে আব্দুর রব আলিফ (২১), মৃত শাহীনের ছেলে তামীম আহমেদ শিহাব (২০), রুহুল আমিনের ছেলে এমদাদুল হক সজল (২৩), জাহাঙ্গীর আলমের ছেলে আশিকুর রহমান (২০) ও আশরাফুল ইসলাম (১৭)।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, আভ্যন্তরীণ বিরোধ নিয়ে গত দুই দিন ধরে শহরের শান্তিপাড়া এলাকায় স্থানীয় দু পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকাবসীকে আতঙ্কগ্রস্ত করে তুলেছিলো আটককৃতরা। এরই জের ধরে মঙ্গলবার রাতেও দু পক্ষের মধ্যে সশস্ত্র মহড়া চলতে থাকে। এমন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
বিডি-প্রতিদিন/ ২৫ মে, ২০১৬/ আফরোজ