কেন্দ্র দখল ও জাল ভোটের অভিযোগে নোয়াখালী পৌরসভায় বিএনপি’র মেয়র প্রার্থী হারুনুর রশিদ আজাদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সকাল সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহানের বাসায় সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।
এদিকে পৌর সভার ৮ নং ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর ইফতেখার হোসেন ইফতু কেন্দ্র দখলের অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেন।
এ সময় জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও বর্তমান মেযর হারুনুর রশিদ আজাদ অভিযোগ করে বলেন, মঙ্গলবার রাত থেকে আওয়ামী লীগের কর্মীরা কেন্দ্র দখল করে নেয়। সকালে তার এজেন্টদেরকে কেন্দ্রে প্রবেশ করতে না দিয়ে জাল ভোট দিতে থাকে। ভোট বর্জনের ঘোষণা দিয়ে পুনরায় নির্বাচনের দাবি জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ২৫ মে, ২০১৬/ আফরোজ