পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের মুখে ছাত্র-উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. হাবিবুল্লাহ পদত্যাগ করেছেন। আজ দুপুর ১২টার দিকে ছাত্র উপদেষ্টা পাবিপ্রবির অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার ভ্রহ্ম’র নিকট পদত্যাগপত্রটি জামা দেন তিনি। ফলে গত মঙ্গলবার থেকে কর্মকর্তা কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার সহকারী পরিচালক ফাভসক হোসেন চৌধুরী পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে আন্দোলনকারী সেকশন অফিসার জহুভসল ইসলাম প্রিন্স বলেন, ছাত্র উপদেষ্টা পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়ার পর কাল মঙ্গলবার থেকে কর্মকর্তা কর্মচারিরা কর্মবিরতিসহ ৭ দফা দাবীতে কর্মসূচী পালন করছিলাম সেই আন্দোলন পত্যাহার করে নেওয়া হয়েছে। একইসাথে এই খবরে কর্মকর্তা কর্মচারিরা ক্যাম্পাসে আনন্দ উল্লাস করেছেন। এ সময় আমরা সবাই একে অপরকে মিষ্টি মুখ করানো হয় বলেও জানান তিনি।
এ বিষয়ে পাবিপ্রবির অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার ভ্রহ্ম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেলা ১২টার দিকে ছাত্র উপদেষ্টা ড. হাবিবুল্লাহ পদত্যাগপত্রটি আমার দপ্তরে এসে জমা দেন। আমি তা গ্রহণ করে অপিসিয়াল পদক্ষেপ গ্রহণ করি।
প্রসঙ্গত, গত ১৭ মে মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল গাড়ি ব্যবহার নিয়ে ছাত্র-উপদেষ্টা ড. হাবিবুল্লাহ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহকারী প্রকৌশলী কামভসজ্জামানকে প্রকাশ্যে অপমান করেন। এর প্রতিবাদে ওইদিনই ঘটনাস্থলে উপস্থিত অন্য কর্মকর্তা-কর্মচারিরা ছাত্র-উপদেষ্টার দপ্তর তালা দেয়াসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ২৪ ঘণ্টার মধ্যে সব ধরনের প্রশাসনিক পদ থেকে অপসারণসহ ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেন।
বিডি-প্রতিদিন/২৫ মে ২০১৬/শরীফ