সরকারি কোষাগার থেকে বেতনের দাবিতে মানববন্ধন করেছে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা অঞ্চলের ১১ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। আজ সকাল ১১টায় জামালপুর শহরের শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জামালপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামানের সভাপতিত্বে এই মানববন্ধনে বক্তারা বলেন, কর্মচারীদের বেতন খাতে সরকারী ভর্তুকি না থাকায় দেশের বিভিন্ন পৌরসভার কর্মচারীরা নিয়মিত বেতন পাচ্ছেন না। অনেক পৌরসভায় মাসের পর মাস বেতন বকেয়া থাকায় কর্মকর্তা-কর্মচারীরা মানবেতর জীবন কাটাতে বাধ্য হচ্ছে।
এ অবস্থায় দেশের সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সরকারি কোষাগার থেকে বেতন দেয়ার দাবি জানান তারা। দাবি মানা না হলে পরবর্তিতে বৃহত্তর কর্মসূচি নেয়া হবে বলে ঘোষণা দেন বক্তারা।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম, দেওয়ানগঞ্জ পৌর সভার হাফিজুর রহমান, ভালুকা পৌরসভার বিল্লাল হোসেন, মাদারগঞ্জ পৌরসভার পারেখ আহমেদ ও জামালপুর পৌরসভার সচিব নূরুল ইসলাম মিন্টু প্রমুখ।
বিডি প্রতিদিন/ ২৫ মে ২০১৬/ হিমেল-১৭