পটুয়াখালীর লোহালিয়া নদীর বাউফল উপজেলার বগা ফেরীঘাট পয়েন্টে সেতু নির্মানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে নদীর উভয় তীরে সেতু বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও হোগলা হাজী আলাউদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্দোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার, আলাউদ্দিন মেমারিয়াল ট্রাস্টের চেয়ারম্যান সৈয়দ ইঞ্জি. রুমান হোসেনসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার ও সর্বস্তরের মানুষ অংশ নেয়।
একই সময় সেতুটির সম্ভাব্যতা যাছাইয়ের জন্য চীনের একটি প্রতিনিধি দলও নদীর উভয়তীর এলাকা পরিদর্শন করেন। পটুয়াখালী সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামসহ কর্মকর্তা-কর্মচারীরা চীনা প্রতিনিধি দলের সাথে পরিদর্শনে উপস্থিত ছিলেন।
সেতুটি নির্মিত হলে পটুয়াখালী জেলা সদরের সঙ্গে বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলার নদী পারাপারে কয়েক লাখ মানুষের ভোগান্তি কমবে।
বিডি-প্রতিদিন/২৫ মে ২০১৬/শরীফ