দুর্নীতির দায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ভাই আব্দুল বাতেনসহ পাঁচ আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। দুদকের দায়ের করা তিন মামলায় আজ দুপুরে আদালতে হাজির হয়ে আসামীরা আত্মসমার্পন করলে পাবনা সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক আব্দুল কুদ্দুস তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ মামলার অপর আসামীরা হলেন বেড়া পৌরসভার কমিশনার ইসলাম উদ্দিন, আব্দুস সামাদ মহলদার, নার্গিস আক্তার এবং ইজারাদার মাহবুব হোসেন।
দুদকের আইনজীবী আব্দুর রহিম মামলার বিবরণের বরাত দিয়ে বলেন, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বেড়ার পৌর মেয়র আবদুল বাতেন বেড়া সিএন্ডবি করমজা নতুন হাটের ৯ লাখ ৩৬ হাজার ৫৬০ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে দুর্নীতির আশ্রয় নিয়েছেন।
এ ছাড়া অভিযুক্তরা নিয়ম নীতি উপেক্ষা করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারি হাটকে ব্যক্তি মালিকানাধীন দেখিয়ে এক নাগাদে ১৩ বছর অবৈধভাবে ভোগ দখল করেন। এতে সরকারের বিপুল রাজস্বের ক্ষতি হয়।
দুদকের উপ পরিদর্শক নিরঞ্জন সরকার বলেন, দীর্ঘদিন ধরে তারা এই মামলার পলাতক আসামী ছিলেন। বুধবার মামলার দিন থাকায় তারা আদালতে উপস্থিত হয়ে আত্মসমার্পন করেন এবং জামিন আবেদন করেন। এ সময় বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
বিডি প্রতিদিন/ ২৫ মে ২০১৬/ হিমেল-১৮