পটুয়াখালীর মির্জাগঞ্জে টমটম-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুইজন। আজ বুধবার সকাল ১১টার দিকে মির্জাগঞ্জ উপজেলার ছৈলাবুনিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মির্জাগঞ্জ উপজেলার ভিখাখালী বাজারের টিন ব্যাবসায়ী আব্দুল রশিদ মৃধা সুবিদখালী বাজারের উদ্যেশ্যে ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে রওনা হয়। বাকেরগঞ্জ-বরগুনা সড়কের মির্জাগঞ্জের ছৈলাবুনিয়া নামক এলাকায় বিপরিত দিক থেকে আসা একটি মালবাহী টমটমের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী আব্দুল রশিদ মৃধা (৫৫)। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে টমটম রাস্তার খাদে পড়ে চালক শাহাবুদ্দিন আহত হয়।
নিহত রশিদ মৃধার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়ীয়া ইউনিয়নের কালিচন্না গ্রামে।
মির্জাগঞ্জ থনার ওসি মো. মিজানুর রহমান জানান, মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। টমটম রাস্তার খাদে পরে যায়। মোটরসাইকেল চালককে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে চালকের নাম জানাতে পারেননি ওসি। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৫ মে, ২০১৬/ আফরোজ