রাঙামাটির সুভলংয়ে বজ্রপাতে একই পরিবারের ২ শিশুসহ ৪ জন আহত হয়েছে। এরা হলেন, অমর চান চাকমা (৩৫), রূপা চাকমা (৩০), পুজা চাকমা (৩) ও জ্যোতি চাকমা (৭)। মঙ্গলবার রাতে বরকল উপজেলার সুভলং ইউনিয়নের শিলছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে অমর চান জমিতে কাজ করে ঘরে ফিরছিল। এসময় তার সঙ্গে স্ত্রী সন্তানরাও ছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত এসে তাদের বাঁশের ঘরে পড়লে তাতে আক্রান্ত হয় গোটা পরিবার। পরে খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যায়।
এব্যাপারে রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ মং ক্যাচিং সাগর জানান, সুভলংয়ে বজ্রপাতে আহত একই পরিবারের চারজনকে রাতেই রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।
বিডি প্রতিদিন/ ২৫ মে ২০১৬/ হিমেল-১৯