পাবনার ফরিদপুরে নিঁখোজ ৫ যুবককে উদ্ধারের দাবিতে তাদের পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেছে। আজ বুধবার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে তারা এই সংবাদ সম্মেলন করেন। পরিবারের সদস্যরা তাদের উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, ‘গত ১১ মে ভোররাতে পাবনার ফরিদপুর উপজেলার খাগরবারিয়া গ্রাম থেকে সাবেক ইউপি সদস্য আব্দুল করিমের কৃষিজীবী তিন ছেলে টিক্কা, এরশাদ ও সাদ্দাম র্যাবের পোশাক পরিহিত পাঁচ ছয়জনসহ ২৫-৩০ জনের একটি সশস্ত্র দল বাড়ি ঘেরাও করে তুলে নিয়ে যায়। একই রাতে উপজেলার থানাপাড়ার রনি ও সাভার গ্রামের দুলাল হোসেন নামে অপর দুই যুবককেও তুলে নেওয়া হয় বলে জানান তারা।
র্যাব পরিচয়ে বাড়ি থেকে তুলে নেয়ার ১৫ দিনেও খোঁজ না পেয়ে নিখোজ ৫ যুবকের পরিবারের সদস্যরা এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে পরিবারগুলো দাবি করেন, যদি তাদের আইনশৃংখলা বাহিনী আটক করে থাকলে তারা কি অবস্থায়, কোথায় আছে তা জানানো হোক, আর যদি তাদের হেফাজতে না থাকে তবে দ্রুত খুঁজে বের করা হোক। সংবাদ সম্মেলনে নিঁখোজ ৫ যুবকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/২৫ মে ২০১৬/শরীফ