২৫ মে, ২০১৬ ২৩:০৯

টেকনাফে বিপুল ব্যবধানে নৌকা জয়ী

অনলাইন ডেস্ক

টেকনাফে বিপুল ব্যবধানে নৌকা জয়ী

কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার নির্বাচনের আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। ভোট গণনা শেষে রাত সাড়ে ৮টার দিকে এ ফলাফল ঘোষণা করা হয়।

নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ ইসলাম পেয়েছেন ৯ হাজার ৬০৯ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এসএমএ ফারুক বাবুল নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৪৬৮ ভোট।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিউল আলম জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়।  মেয়র পদে মোহাম্মদ ইসলামকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

এরআগে দুইটি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন- ৭ নম্বর ওয়ার্ডে সংসদ সদস্য আবদুর রহমান বদির ভাই মুজিবুর রহমান ও ৬ নম্বর ওয়ার্ডে আবদুল্লাহ মনির। ওই দুইজন আগের বারের কাউন্সিলর ছিলেন।

কাউন্সিলর পদে বিজয়ী অন্যপ্রার্থীরা হলেন- ১নং ওয়ার্ডে শাহ আলম (ডালিম), ২ নং ওয়ার্ডে কাউন্সিলর আবু হারেছ (উটপাখি), ৩নং ওয়ার্ডে একরামুল হক (উটপাখি), ৪নং ওয়ার্ডে হোসেন আহমদ (ডালিম), ৫ নং ওয়ার্ডে রেজাউল করিম মানিক (পানির বোতল), ৮ নং ওয়ার্ডে মনিরুজ্জামান (পাঞ্জাবী), ৯ নং ওয়ার্ডে নুর বশর নুরসাদ (উটপাখি)।

এছাড়া সংরক্ষিত মহিলা আসন-১ কহিনুর আক্তার (মৌমাছি), সংরক্ষিত মহিলা আসন-২ দিলরুবা আক্তার (মৌমাছি), সংরক্ষিত মহিলা আসন -৩ নাজমা আলম (কেচি) নির্বাচিত হয়েছেন। তবে এদের প্রাপ্ত ভোট নিশ্চিত হওয়া যায়নি।

বিডি-প্রতিদিন/ ২৫ মে ১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর