নাটোরের বাগাতিপাড়া উপজেলা থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (৩০) মাথাহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার চকপাড়া গ্রামের আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান বাগাতিপাড়া থানার ওসি আমিনুর রহমান।
ওসি বলেন, বুধবার সন্ধ্যায় চকপাড়া গ্রামের একটি আমবাগানের পাশে গর্তে পড়ে ছিল লাশটি। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশটি নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, তার পরনে রয়েছে সাদা-কালো ম্যাক্সি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৬ মে, ২০১৬/মাহবুব