তিন পার্বত্য জেলা থেকে সেনাক্যাম্প প্রত্যাহারের ঘোষণা ও ২০০১ সালের ভূমি আইন পূনঃবিবেচনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে পার্বত্য গণ পরিষদ ও পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের ডাকা সকাল-সন্ধা হরতাল খাগড়াছড়িতে চলছে। হরতালের কারণে শহর থেকে কোনো দূর পাল্লার গাড়ি ছেড়ে যায়নি। শহরের সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। শহরে পিকেটাররা সক্রিয় ও হরতালকারীরা বিক্ষোভ মিছিল করেছে।
খাগড়াছড়ির সদর থানার অফিসার্স ইনচাজর্ (ওসি) মো. সামশু উদ্দিন ভূইয়া জানান, শান্তিপূর্ণভাবে হরতাল চলছে। হরতালের কারণে দূর পাল্লার কোনো যানবাহন চলাচল করছে না। জেলা শহর ও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৬ মে ২০১৬/শরীফ