নেত্রকোনার বারহাট্টায় ক্রয়কৃত জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. শহীদ মিয়া (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
বৃহস্পতিবার সকালে উপজেলার ছোট কৈলাটী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালেমুজ্জামান।
নিহত বৃদ্ধ উপজেলার আসমা ইউনিয়নের ছোট কৈলাটি গ্রামের মৃত লাল হোসেনের ছেলে। আহতরা হলেন জহিরুল (২৫), রশিদ মিয়া (৩০) ও জহুরা বেগম (৫০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বারহাট্টা থানার ওসি মো. সালেমুজ্জামান জানান, ছোট কৈলাটি গ্রামে শহীদ মিয়ার সাথে কালামদের একটি ক্রয়কৃত জমি নিয়ে বিরোধ দেখা দেয়। বৃহস্পতিবার সকালে মো. শহীদ মিয়া বিরোধপূর্ণ জমিতে গেলে একই গ্রামের কালাম, চন্দন ও কাশেম বাধা দেয়। এ নিয়ে দু'পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে প্রতিপক্ষ শহীদ মিয়ার উপর হামলা চালালে ৪ জন আহত হয়। গুরতর আহত শহীদ মিয়াকে বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/২৬ মে, ২০১৬/মাহবুব