ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের শশই এলাকায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মহব্বত খাঁ (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ জানায়, নিহতের নামে বিভিন্ন থানায় ১১টি ডাকাতির মামলা রয়েছে।
বৃহস্পতিবার ভোর চারটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ৪টি ছোরা, ২টি রামদা ও ৩টি বল্লম উদ্ধার করেছে।
নিহত মহব্বত খাঁ নাসিরনগর উপজেলার কোয়ারপুর গ্রামের মৃত হানিফ খাঁর ছেলে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ জানান, ভোররাতে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে ডাকাতদলের বন্দুকযুদ্ধ হয়। এসময় ডাকাত সদস্যের গুলিতেই মহব্বত আহত হয়। পরে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়ার পর মারা যায়। এসময় চার পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানান ওসি।
ওসি আরও জানান, নিহত ডাকাত মহব্বতের বিরুদ্ধে জেলার নাসিরনগর, হবিগঞ্জের মাধবপুর, সিলেটের জালালাবাদ ও মৌলভীবাজারের কুলাউড়া থানায় ১১টি ডাকাতির মামলা রয়েছে। নিহতের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৬ মে, ২০১৬/মাহবুব